
শুক্রবার ২৩ মে ২০২৫
সংবাদসংস্থা মুম্বই:
১০০ কোটির ক্লাবে ‘রেইড ২’
অজয় দেবগণের ‘রেইড ২’ দ্বিতীয় সপ্তাহে পা দিয়েও বক্স অফিসে জাঁকিয়ে বসেছে। সম্প্রতি ছবির মোট কালেকশন পেরিয়ে গিয়েছে ১০০ কোটি টাকাতে। দ্বিতীয় সপ্তাহে পা দিয়েও ছবির গতি একটুও থামেনি—যা ইন্ডাস্ট্রির দৃষ্টিতে বড় ব্যাপার। ‘রেইড ২’ র গল্প এগিয়েছে আগের থেকেও বড় কেলেঙ্কারির দিকে—যেখানে এক সাহসী অফিসার কাঁপিয়ে দেয় প্রভাবশালী দুর্নীতিবাজদের। দুর্দান্ত সংলাপ, টানটান থ্রিল আর ডার্ক টোনে তৈরি এই ছবি বক্স অফিসেও শক্ত অবস্থান গড়ে তুলেছে। এই সাফল্যের সঙ্গে রেইড ২ জায়গা করে নিল বলিউডের মর্যাদাপূর্ণ ১০০ কোটি টাকার ক্লাবে—যা গোটা টিমের জন্য এক বড় মাইলফলক।
আমিরের ‘জরুরি’ পদক্ষেপ
ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে নিজের আসন্ন ছবি সিতারে জমিন পার-এর ট্রেলার মুক্তি পিছিয়ে দিলেন আমির খান, কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে বলিপাড়ায়। সূত্রের খবর, আমির নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন “এই সময় সংযম ও ঐক্যের বার্তা দেওয়া জরুরি” বলে মনে করে। সেই সূত্র আরও জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি ও দেশজুড়ে অ্যালার্টের কারণে আমির ট্রেলার মুক্তি স্থগিত করেছেন। তাঁর মন সেনাবাহিনীর বীর জওয়ানদের সঙ্গে রয়েছে। আরও জানানো হয়েছে, ট্রেলার যাঁরা দেখেছেন, তাঁরা একে মন ভাল করা ও হাস্যরসাত্মকবলেই বর্ণনা করেছেন। আমিরের টিম আশাবাদী—যখনই মুক্তি পাবে, দর্শকের মনে জায়গা করে নেবেই।
‘বজরঙ্গি ভাইজান ২’তে নেই নওয়াজ?
বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েলে আদৌও থাকছেন কি না, জানেন না নওয়াজউদ্দিন সিদ্দিকি। ২০১৫ সালের ছবিতে পাক সাংবাদিক ‘চাঁদ নবাব’-এর ভূমিকায় নজর কেড়েছিলেন তিনি। সম্প্রতি নওয়াজ বলেন, “সিকুয়েল হচ্ছে কি না, সে সম্পর্কেই আমার কোনও খবর নেই। ওরা চাইলে ডাকবে, আর প্রয়োজন হলে আমি হাজির হবো। এভাবে তো আর জোর করে বলা যায় না—‘আমি আগেও ছিলাম, এবারেও চাই’।” উল্লেখ্য, কিছুদিন আগে লেখক ভি বিজয়েন্দ্র প্রসাদ জানান, তিনি সলমন খানের সঙ্গে সিকুয়েল নিয়ে আলোচনা করেছেন।
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!